Sunday, June 3, 2018

মেসি,নেইমার ও রোনালদো এদের মধ্যে সেরা খেলোয়াড় কে?বিস্তারিত দেখুন।

বন্ধুরা আমরা জানি বিশ্বের নামি-দামি খেলোয়াড়দের মধে মেসি,নেইমার ও রোনালদো সেরা।কিন্তু আমরা সব সময় একটু ছিনতায় থাকি সব থেকে ভালো খেলোয়াড় কে?কে বেশি ভালো খেলে?*তো বন্ধুরা সবাই ভালো খেলে।কিন্তু একেক জন একেক জায়গায় ভালো খেলে। এবার ফিফা বিশ্বকাপ ২০১৮ সালের বাচাই পর্বে সবার আগে টিকেট পেয়েছে ব্রাজিল।কিন্তু আর্জেন্টাইনদের একটু দেরি হয়েছিল।তাদের মধ্যে মেসি,নেইমার,রোনালদো এই তিনজন খেলোয়াড় ভালো খেলে।



     মেসি:
এবার বিশ্বকাপে আর্জেন্টাইন খেলোয়াড়েরর মধ্যে সবথেকে ভালো খেলে মেসি।এবার বিশ্বকাপ বাচাই এ মেসি ১৮ ম্যাচ খেলে।কিন্তু ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মাত্র ৫ মেচে।বাচাই পর্বে তার রেটিং পয়েন্ট ৮.৩৪।  
     রোনালদো:
ফিফা বিশ্বকাপে রোনালদো ১০ ম্যাচে অংশগ্রহণ করে।তার মধ্যে সে ৬ ম্যাচ এ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।তার রেটিং পয়েন্ট ৮.৭৬।
      নেইমার:
এবার বিশ্বকাপে সবথেকে ভালো ভূমিকা রাখে ব্রাজিলের খেলোয়াড় নেইমার।তিনি মোট ১৭ ম্যাচ এ অংশগ্রহন করে ৭ বার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।তার রেটিং পয়েন্ট ৮.৮১।

*তাই বিশ্বকাপ বাচাই এর মধ্যে সবথেকে সেরা          খেলোয়াড় নেইমার। 

No comments:

Post a Comment

Adbox