Sunday, June 10, 2018

ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতলো বাংলাদেশী নারিরা

ভারতকে ৩ উইকেটে হারিয়ে এই প্রথমবার ইতিহাস গড়লো বাংলাদেশি নারিরা।

 
এবার এশিয়া কাপ ২০১৮ সালের ম্যাচগুলো খুব নাটকীয় ছিল।তার মধ্যে বাংলাদেশ ফাইনালে উঠে যায়।ফাইনালে বাংলাদেশের সাথে খেলা ভারতের বিপক্ষে।কিন্তু ভারত খুবই শক্তিশালী দল।বাংলাদেশের হয়ে খেলেন শামীমা সুলতানা, আয়শা রহমান, ফারজানা হক, সঞ্জদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সালমা খাতুন, খাদিজাুল কুবরা, নাহিদা আকতার।কিন্তু ভরতের বড় বড় খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

ইন্ডিয়ান খেলোয়াড়রা আগে বেটিং করে ১১২ রানে ৯ উইকেট হারায়।ইন্ডিয়ান কেপটিন ৫৬ রান নেন।বাংলাদেশের রোমানা ও খদিজা ২ উইকেট করে নেন।

পরে বাংলাদেশ বেটিং এ নামলে প্রথমে ভালো বেটিং করে।কিন্তু ৩৫ রানে বাংলাদেশের প্রথম উইকেট যায়।পরে অল্প রানে উইকেট পরতে থাকে।তখন বাংলাদেশ বড় চাপে পড়ে।অবশেষে শেষ বলে প্রয়োজন ২ রান।হাতে আছে ৩ উইকেট।অবশেষে শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ জিতান জাহানারা।ম্যান অব দ্যা ম্যাচ রোমানা আহমেদ।
(বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আন্তরিক শুবেচ্ছা রইলো।

No comments:

Post a Comment

Adbox